বৃষ্টি প্লাবিত উত্তরাখণ্ডে ৩৪ জনের মৃত্যু

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে টানা তৃতীয় দিনের বৃষ্টিপাতে তৈরি হওয়া বন্যায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। ভূমিধসের ধ্বংসাবশেষ এবং বন্যায় আটকে পড়া আরও অনেকের প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

রাজ্যের মুখ্যমন্ত্রী পুসকার সিং ধামি বলেছেন, ‘পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হয়েছে। বাড়িঘর, সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে সেনাবাহিনীর তিনটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে আর নিখোঁজ রয়েছে পাঁচ জন। নিহতদের পরিবার প্রতি ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে। যারা বাড়ি হারিয়েছেন তারা পাবেন ১ লাখ ৯০ হাজার রুপি। এছাড়া যারা প্রাণী সম্পদ হারিয়েছেন তাদের যথাসম্ভব সহায়তা দেওয়া হবে।’ আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন কৃষকেরর ফসল এবং ক্ষেত নষ্ট হয়েছে।

ভারি বৃষ্টিপাতে পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড মারাত্মক আক্রান্ত হয়েছে। রাস্তা- ভবন ডুবে যাওয়ার নাটকীয় সব ভিডিও সামনে আসছে। ভূমিধসে রাস্তা আটকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে নৈসর্গিক এলাকা নৈনিতাল। এছাড়া কালাঢুঙ্গি, হলদিবানি এবং ভবালি যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গেছে।