আগ্রা যাওয়ার পথে আটক প্রিয়াঙ্কা গান্ধী

কংগ্রেস নেতা প্রিয়াঙ্গা গান্ধী ভদ্রকে আটক করেছে উত্তর প্রদেশের পুলিশ। বুধবার রাজ্যটি থেকে আগ্রা যাওয়ার পথে তাকে আটক করা হয়। পুলিশ কাস্টডিতে নিহত একজনের পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে যাচ্ছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে প্রথম টোল প্লাজায় প্রিয়াঙ্কা গান্ধীর প্রাইভেটকার থামানো হয়।

গাড়ি থামানোর পর টুইটারে প্রিয়াঙ্গা গান্ধী লিখেছেন, সরকার এত ভয়ে আছে কেন? অরুণ বাল্মিকী পুলিশের কাস্টডিতে মারা গেছেন। তার পরিবার ন্যায় বিচার চায়। আমি ওই পরিবারের সঙ্গে দেখা করতে চাই। উত্তর প্রদেশ সরকারের কীসের এত ভয়? আমাকে কেন থামানো হলো? আজ বাল্মিকী জয়ন্তী… প্রধানমন্ত্রী বুদ্ধকে নিয়ে অনেক বড় বড় কথা বলেন কিন্তু এটি বুদ্ধের বার্তাকে আক্রমণ করা।

উত্তর প্রদেশ পুলিশ বলছে, যথাযথ অনুমতি না থাকায় প্রিয়াঙ্কা গান্ধীকে থামানো হয়েছে।

ঘটনাস্থলে পুলিশের বাধা এড়িয়ে এগিয়ে যাওয়ার সময় প্রিয়াঙ্কাকে ঘিরে অনেক মানুষ দেখা গেছে। এদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন। অপর একটি ছবিতে দেখা গেছে, তার গাড়ির হুডের সামনে দুই হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন এক পুলিশ সদস্য।

আরেকটি ছবিতে যায়, তাকে এগিয়ে যেতে না দিতে আরও পুলিশ সদস্য গাড়ির সামনে জড়ো হয়েছেন।

বুধবার সকালে পুলিশ জানিয়েছে, পুলিশের জিজ্ঞাসাবাদের সময় স্বাস্থ্যের অবনতি হলে অরুণ বাল্মিকীর মৃত্যু হয়েছে।