কবরস্থান নয়, মন্দিরে সরকারি অর্থ খরচ করছে বিজেপি: যোগী আদিত্যনাথ

পূর্ববর্তী সরকারকে লক্ষ্য করে ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, আগে সরকারি টাকা কবরস্থানের জমি কিনতে খচর হতো কিন্তু তার নেতৃত্বাধীন বিজেপি সরকার মন্দির উন্নয়নে সরকারি তহবিল ব্যবহার করছে। বুধবার রাম কাথা পার্কে উত্তর প্রদেশ সরকার আয়োজিত দীপাবলি অনুষ্ঠানে একথা বলেন তিনি।

যোগী আদিত্যনাথ ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গরিব কল্যাণ অন্ন যোজনার সুবিধাভোগীরা আগামী বছর হোলি উৎসব পর্যন্ত ফ্রি রেশন পাবেন। তিনি বলেন, কোভিড-১৯ মহামারির সময়ে দরিদ্র জনগোষ্ঠীর জন্য চালু করা প্রকল্পটির মেয়াদ এই বছরের নভেম্বরে শেষ হওয়ার কথা। তবে তার সরকার এটি আগামী বছরের হোলি পর্যন্ত (মার্চ মাস) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি বলেন, মহামারি এখনও শেষ হয়নি।

ওই প্রকল্পের সুবিধাভোগীরা চাল ও গমের পাশাপাশি লবণ, চিনি, ডাল ও তেল পাবেন বলে জানান যোগী আদিত্যনাথ। তিনি বলেন, প্রকল্পটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তে উত্তর প্রদেশের ১৫ কোটি মানুষ উপকৃত হবে। এছাড়া মুখ্যমন্ত্রী ৬৬১ কোটি রুপি ব্যয়ে নির্মাণ করা ৫০টি প্রকল্প উদ্বোধন করেন।

আগামী বছরের শুরুর দিকে উত্তর প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগের সরকারকে উদ্দেশ্য করে যোগী আদিত্যনাথ বলেন, ‘আগে রাজ্যের অর্থ কবরস্থানের জমির জন্য ব্যয় হতো। আজকে অর্থ খরচ হচ্ছে মন্দিরের উন্নয়ন ও সুবিধা বাড়াতে।’

যোগী আদিত্যনাথ বলেন অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ চলছে। এছাড়া কেন্দ্রীয় সরকারের অর্থে উত্তর প্রদেশে ৫০০ মন্দির ও অন্য ধর্মীয় স্থাপনা উন্নয়নের কাজ চলছে। তিনি বলেন, তিনশ’ স্থানের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে আর বাকিগুলোর কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ হবে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, “পার্থক্যটা চিন্তায়। যারা কবরস্থান ভালোবাসে তারা সেখানে সরকারি অর্থ খরচ করে আর যারা ‘ধর্ম’ এবং ‘সংস্কৃতি’ ভালোবাসে তারা সেগুলোতে অর্থ খরচ করে।”

রাম মন্দির নির্মাণের প্রসঙ্গে যোগী আদিত্যনাথ বলেন, ৩০ বছর আগে জয় শ্রী রাম উচ্চারণ করা অপরাধ বলে গণ্য হতো। তিনি বলেন, গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিত্তি স্থাপনের পর থেকে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। মোদি এর কৃতিত্ব গণতন্ত্র এবং জনগণকে দেন বলে মন্তব্য করেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ৩০ বছর আগে যারা আপনাদের ওপর গুলি চালিয়েছিলো তারা আজ আপনাদের শক্তির কাছে নতো হয়েছে। রাম সকলকে ঐক্যবদ্ধ করেছেন। এটাই রামের শক্তি।

যোগী আদিত্যনাথ বলেন, ‘পৃথিবীর কোনও শক্তি এখন রাম মন্দির নির্মাণ থামাতে পারবে না আর এটি ২০২৩ সালে নির্মাণ শেষ হবে।’