পশ্চিমবঙ্গে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে

ভারতের পশ্চিমবঙ্গে করোনার মধ্যেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত কয়েক দিন ধরেই বাড়ছে শনাক্তের সংখ্যা। বিশেষ করে কলকাতা, উত্তর ২৪ পরগনা ও হাওড়ার মতো এলাকাগুলোতে এর বাড়বাড়ন্ত বেশি দেখা যাচ্ছে। রাজ্যটিতে এ পর্যন্ত মোট ৬৫৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

রাজ্য সরকারের হিসাব অনুযায়ী, উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ২০৩। প্রাদুর্ভাব বেশি হাওড়ায়। কলকাতায় গত সপ্তাহ পর্যন্ত ১১৪ জন আক্রান্ত হয়েছে। সেটাই এই সপ্তাহে বেড়ে হয়েছে ১৯২। উত্তর ২৪ পরগনায় গত সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল ১৩৫। সেটা পরের সপ্তাহেই বেড়ে হয়েছে ২০৩। হাওড়াতেও নতুন করে আক্রান্ত হয়েছে ১২২ জন। রাজ্যের একাধিক এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে, বাড়ছে উদ্বেগ।

উদ্ভূত পরিস্থিতিতে একাধিক নির্দেশনা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। সংশ্লিষ্টদের এ ব্যাপারে নজরদারি বাড়াতে বলা হয়েছে। পাশাপাশি, টেস্টের সংখ্যা যেন না কমে। হাসপাতালগুলোকে যত দ্রুত সম্ভব রোগীদের প্রয়োজনীয় চিকিত্সার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: জি নিউজ।