ভারতের নিরাপত্তায় সবচেয়ে বড় হুমকি চীন: জেনারেল রাওয়াত

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত মন্তব্য করেছেন, ভারতের নিরাপত্তায় ব্যবস্থায় সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে চীন। শুক্রবার তিনি বলেন, দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশির সীমান্ত বিরোধ নিরসনের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে আস্থার অভাব ও ক্রমবর্ধমান সন্দেহ।

গত বছর হিমালয় অঞ্চলে দুই দেশের সেনাদের মুখোমুখি সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হন। তখন হিমালয় সীমান্তে সামরিক সরঞ্জাম, অবকাঠামো নির্মাণ ও সেনা মোতায়েন করে দুই দেশ। সংকট নিরসনে বেইজিং-নয়াদিল্লির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ১৩ দফায় বৈঠক হলেও কোনও সমাধানে পৌঁছাতে পারেনি।

জেনারেল বিপিন রাওয়াত বলেন, ‘একদিকে কাশ্মির উপত্যকায় পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাস, অন্যদিকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা এলাকায় চীনের সেনাবাহিনীর আগ্রাসী আচরণের মুখোমুখি হচ্ছে ভারত।’

অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন অঞ্চলে নতুন চীনা বসতি নির্মাণের খবরের প্রতিক্রিয়ায় রাওয়াত বলেন, ‘চীনা সেনাবাহিনী পুরোনো কাঠামোর ওপর নতুন কাঠামো তৈরি করছে। স্যাটেলাইটে পাওয়া এসব ছবি আগে কখনও দেখা যায়নি।’

চীন-পাকিস্তানকে উদ্দেশ্য করে রাওয়াত বলেন, সামনের দিনগুলোতে ভারত দুই দিক থেকেই শত্রুদের মুখোমুখি হতে পারে। এজন্য সতর্ক আছে তার দেশ।