সড়ক দুর্ঘটনায় সুশান্ত সিং রাজপুতের ৫ আত্মীয় নিহত

ভারতের বিহার রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পাঁচ আত্মীয় নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন তার শ্যালক ও পি সিং ও অন্যরা। ও পি সিং একজন আইপিএস কর্মকর্তা। তিনি হরিয়ানার এডিজিপি হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, ও পি সিং এর বোন সোমবার পাটনায় মারা যান। একই দিন তার শেষকৃত্য সম্পন্ন হয়। বুধবার সকালে তাদের পরিবারের সদস্যরা জামুই যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। এসইউভি গাড়িটির চালক ঘুমিয়ে পড়লে সিকান্দ্রা-শেখপুরা সড়কে বাহনটি এলপিজি গ্যাস বহনকারী একটি ট্রাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই নিহত হন ও পি সিংয়ের শ্যালক লালজিত সিং, অমিত শেখর সিং, রামচন্দ্র সিং, ডি জি কুমারি এবং গাড়িটির চালক প্রিতম কুমার। দুর্ঘটনায় আহত চার জনকে চিকিৎসার জন্য পাটনায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর বিহারের মন্ত্রী এবং সুশান্ত সিং রাজপুতের আত্মীয় নিরাজ সিং বাবলু জামুই ছুটে যান।

২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টে পাওয়া যায় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ। এই মৃত্যু নিয়ে ভারতে ব্যাপক তোলপাড় হয়।