গৃহবন্দি মেহবুবা মুফতি

জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিবি নেত্রী মেহবুবা মুফতির বাড়ির মূল ফটকে তালা ঝুলছে। বৃহস্পতিবার এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, শ্রীনগরের হায়দরপোরা হত্যাকাণ্ডে প্রতিবাদ জানানোয় তাকে গৃহবন্দি করা হয়েছে। এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

টুইটে তিনি অভিযোগ করেন, তার দলের প্রধান মুখপাত্র সুহেল বুখারি ও মুখপাত্র নাজমু সাকিবকেও আটক করেছে স্থানীয় পুলিশ। বাড়িতে পুলিশ তালা ঝুলিয়ে দিয়েছে একাধিক ছবিও প্রকাশ করেছেন মেহবুবা। বাইরের নিরাপত্তা সদস্যরা কড়া পাহারায় রয়েছে।

বাড়ির সামনে নিরাপত্তা বাহিনীর অবস্থান

নিরাপত্তা বাহিনী জঙ্গি দমনের নামে সাধারণ মানুষকে হত্যা করছে, এমন অভিযোগ করেন মেহবুবা মুফতি। গত কয়েকদিন ধরে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধ একাধিক বিক্ষোভে অংশ নেন পিডিপি নেত্রী। তার অভিযোগ, বাহিনীর গুলিতে সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে। মৃতদেহ পরিবারের হাতে দেওয়া হচ্ছে না।

ঘটনার সূত্রপাত সোমবার শ্রীনগরের হায়দারপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে এক পাকিস্তানি অস্ত্রধারী, তার সহযোগী আমির মাগ্রে এবং দুই বেসামরিক আলতাফ আহমেদ ভাট এবং মুদাসির গুল নিহত হন। কিন্তু আলতাফ আহমেদ এবং মুদাসির নির্দোষ বলে দাবি করছে তাদের পরিবার। তাদের মরদেহ নিয়ম অনুযায়ী দাফনের জন্য ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে। কিন্তু পুলিশ তাদের সন্ত্রাসীদের সহযোগী হিসেবে উল্লেখ করেছে। 

খবর ছড়িয়ে পড়লে হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভে নামে স্থানীয়রা। স্থানীয়দের দাবি, নিরাপত্তা বাহিনী বরাবরের মতো নাটক সাজিয়েছে। প্রতিবাদ জানান, দুই সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহ। তারা বলেন, এটি ‘সাজানো হত্যাকাণ্ড’। এর মধ্যে তাদের গৃহবন্দি করা হলো। এদিকে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের ঘটনা অনুসন্ধানে তদেন্তর নির্দেশ দিয়েছে জম্মু-কাশ্মির প্রশাসন।