ভারতে ভারী বৃষ্টি ও বন্যায় ১৭ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

ভারতের অন্ধ্র প্রদেশে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় শিশুসহ ১৭ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন একশ’ জনেরও বেশি মানুষ। পানিবন্দি হয়ে পড়েছেন অনেকে। ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় মাঠে নেমেছে উদ্ধারকারী দল।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অন্ধ্র প্রদেশের তিরুপতির উপকণ্ঠে স্বর্ণমুখী নদীর পানি স্থলভাগে প্রবেশ করায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। তিরুপতি মন্দিরের শহরে অনেক তীর্থযাত্রী বন্যায় আটকে পড়েছেন। নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ঝুঁকিতে পড়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দরা। 

উদ্ধারকাজে অংশ নিয়েছে পুলিশ

এদিকে, শুক্রবার রাতে ভারী বৃষ্টিতে অনন্তপুর জেলার কাদিরি শহরে একটি তিনতলা ভবন ধসে তিন শিশুসহ এক বৃদ্ধ নিহত হয়েছেন। ধ্বংস্তূপের নিচে চারজন আটকা পড়েছেন বলে জানিয়েছে প্রশাসন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তিরুমালা পাহাড়ের ঘাট রোড ও হাঁটার পথ বন্ধ। অন্ধ্র প্রদেশ রাজ্য সরকারের মালিকানাধীন তিনটি বাস বন্যার পানিতে বিকল হয়ে পড়েছে। আরও ১২টি বাসকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বন্যা এবং ভারী বৃষ্টিপাতে অনেক সড়ক, রেলপথে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আবহাওয়া খারাপ থাকায় বিমান চলাচলে বিঘ্ন হচ্ছে বলে জানা গেছে। কিছু কিছু জায়গায় ভূমিধসের খবর পাওয়া গেছে।

এনিডিভি জানিয়েছে, গত কয়েকদিনের বর্ষণে আকস্মিক বন্যায় সবচেয়ে খারাপ অবস্থায় অন্ধ্র প্রদেশের রয়ালাসিমা অঞ্চল। পাশাপাশি ছিত্তুর, কাড়াপা, কুরনুল ও অনন্তপুরম জেলার মানুষও পানিবন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় দুর্যোগ দল কাজ শুরু করেছে।