অমিত শাহের দেখা পাননি তৃণমূল আইনপ্রণেতারা, কার্যালয়ের সামনে বিক্ষোভ

বিজেপি শাসিত ত্রিপুরায় দলীয় নেতাদের ওপর হামলার ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্বাক্ষাৎ চেয়েও দেখা করতে পারেনি তৃণমূল কংগ্রেসের আইনপ্রণেতারা। এর প্রতিবাদে দিল্লিতে অমিত শাহের কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেছেন তৃণমূলের বেশ কয়েক জন আইনপ্রণেতা।

তৃণমূল প্রতিনিধিদের মধ্যে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দু শেখর রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, দোলা সেনসহ অন্যরা। ত্রিপুরায় বারবার সহিংসতার নজিরের অভিযোগ এনে তৃণমূল বিষয়টি দিল্লিতে তোলার সিদ্ধান্ত নেয়। এবং এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাৎ চায়।

তবে তাদের স্বাক্ষাৎ দিতে অস্বীকৃতি জানান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রবিবার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সায়নী ঘোষকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ। তার বিরুদ্ধে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জনসভায় হট্টগোল ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। তাকে আগরতলা থানায় জিজ্ঞাসাবাদের সময় তার ওপর বিজেপি গুন্ডারা হামলা চালিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। সায়নীর সঙ্গে তৃণমূলের অন্য নেতারাও ছিলেন। পূর্ব আগরতলা নারী থানার অভ্যন্তরে তাদের ওপর হামলা হয়েচে বলে অভিযোগ তুলেছে তৃণমূল।

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় লেখেন, ‘বিপ্লব দেব এতোটাই নির্লজ্জ বেহায়া হয়ে পড়েছে যে, সুপ্রিম কোর্টের আদেশও মানতে দেখা যাচ্ছে না তাকে। তিনি বারবার আমাদের সমর্থক ও আমাদের নারী প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের বদলে তাদের ওপর হামলা চালাতে গুন্ডা পাঠাচ্ছেন। বিজেপি শাসিত ত্রিপুরায় উপহাসের শিকার হচ্ছে গণতন্ত্র।’

বিজেপি এসব অভিযোগ অস্বীকার করে আসছে। পরে সায়নী ঘোষকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।