স্ত্রীকে তাজমহলের মতো বাড়ি উপহার

তাজমহলের রেপ্লিকার আদলে বাড়ি বানিয়ে স্ত্রীকে উপহার দিয়েছেন ভারতের মধ্য প্রদেশের বুরহানপুরের এক ব্যক্তি। শিক্ষাবিদ আনন্দ প্রকাশ চোকসে চার বেডরুমের বাড়িটি স্ত্রী মঞ্জুসা চোকসেকে উপহার দিয়েছেন। উৎসাহ পেতে এই দম্পতি আগ্রার তাজমহল দেখতে যান। সম্রাট শাহজাহানের তৈরি স্থাপত্যটি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং প্রকৌশলীদের এটির কাঠামোর বিস্তারিত সংগ্রহ করতে বলেন।

বাড়ির অভ্যন্তর

প্রথমে আনন্দ প্রকাশ চোকসে প্রকৌশলীদের ৮০ ফুট উঁচু বাড়ি বানাতে বলেন। কিন্তু এত উঁচু কাঠামো বানানোর অনুমোদন পাননি তিনি। এরপরই তিনি তাজমহলের আদলে বাড়ি বানানোর সিদ্ধান্ত নেন।

দ্বিতীয় তলায় প্রবেশের সিঁড়ি

তিন বছর ধরে তৈরি হয়েছে চোকসে দম্পতির অনন্য বাড়িটি। প্রকৌশলীরা তাজমহলের থ্রি-ডি ইমেজের আদলের বাড়িটি তৈরি করেন।

চোকসের বিশ্বাস, তাদের বাড়িটি দর্শনীয় হয়ে উঠবে। বুরহানপুর ভ্রমণে যাওয়া ব্যক্তিরা তাদের বাড়িটি দেখতে যাবেন বলে বিশ্বাস করেন তিনি।

নানা কারুকাজ রয়েছে বাড়িটিতে

কনসালটিং ইঞ্জিনিয়ার প্রবীণ চোকসে জানান, বাড়িটি ৯০ বর্গমিটার এলাকাজুড়ে অবস্থিত। এতে মিনারও রয়েছে। মূল কাঠামোটি ৬০ বর্গমিটারের। মিনারের ডোমটি ২৯ ফুট উঁচু। দুই ফ্লোরে দুটি করে বেডরুম রয়েছে এতে। বাড়িটিতে একটি রান্নাঘর, একটি লাইব্রেরি এবং একটি ধ্যানকক্ষ রয়েছে।

প্রকৌশলীরাও বিস্তারিত খতিয়ে দেখতে তাজমহল দেখতে যান। এছাড়াও তারা আওরঙ্গবাদের একই ধরনের আরও একটি স্থাপত্য ‘বিবি কা মাকবারা’ পরিদর্শন করেন।