ওমিক্রন নিয়ে জরুরি বৈঠকে মোদি

করোনার নতুন স্ট্রেইন ‘ওমিক্রন’ নিয়ে জরুরি বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। নতুন ধরন মোকাবিলায় করণীয় নিয়ে শনিবার সকালে স্বাস্থ্যসহ অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ভ্যারিয়েন্ট ছাড়াও দেশের টিকাকরণ এবং সংক্রমণের পরিস্থিতি নিয়ে আলোচনার কথা রয়েছে।

বতসোয়ানা, দক্ষিণ আফ্রিকা এবং হংকংয়ে এরমধ্যেই বেশ কয়েক জনের শরীরে মিলেছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বার বার মিউটেশনের জেরে নিজের ক্ষমতা অনেকটাই বাড়িয়েছে করোনার এই ধরন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একে ‘উদ্বেগের ভ্যারিয়েন্ট’ বলে অভিহিত করেছে।

নতুন ধরনের বিষয়ে ইতিমধ্যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে সতর্ক করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সচিব রাজেশ ভূষণ চিঠি দিয়েছেন রাজ্যগুলোকে। ওমিক্রন যে সব দেশে পাওয়া গেছে, সেখান থেকে কোনও অভিবাসী বা পর্যটক এলে তাদের উপর কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।