ভারতে হিন্দুদের সংখ্যা ও শক্তি কমছে: আরএসএস প্রধান

ভারতে হিন্দুদের সংখ্যা ও শক্তি দুটোই কমছে। এমন মন্তব্য করেছেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভগবত। শনিবার মধ্য প্রদেশের গ্বালিয়রের জিয়াজি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি।

মোহন ভগবত বলেন, হিন্দু ছাড়া ভারত হতে পারে না এবং ভারত ছাড়া হিন্দু হতে পারে না।

আরএসএস প্রধান বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন ক্রমশ হিন্দুদের সংখ্যা এবং শক্তি কমছে। হিন্দুদের যদি হিন্দুত্ব বজায় রাখতে হয় তবে ভারতকে অখণ্ড রাখতে হবে।’

তিনি বলেন, ‘ইতিহাস সাক্ষী, হিন্দুরা যখনই তাদের নিজের পরিচয় ভুলে গেছে তখনই তারা সংকটের মুখোমুখি হয়েছে। আবার হিন্দুদের পুনরুজ্জীবন ঘটছে এবং বিশ্বব্যাপী ভারতের প্রতিপত্তি বাড়ছে। বিশ্ব তাকিয়ে আছে ভারতের দিকে।’

এদিন দেশভাগ নিয়েও কথা বলেন আরএসএস প্রধান। তিনি বলেন, ‘ভারত ভেঙে পাকিস্তান হয়েছে। এটা হয়েছে কারণ, আমরা ভুলে গেছি আমরা হিন্দু। মুসলিমরাও সেখানে তা ভুলে গেছে। প্রথমে হিন্দুদের শক্তি কমেছে। তারপর তাদের সংখ্যা কমেছে। যে কারণে পাকিস্তান ভারতের সঙ্গে আর নেই।’

এর আগে নয়ডায় এক বই প্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ‘দেশভাগের সময় ভারত একটি বড় ধাক্কা দেখেছিল। সেই ধাক্কা ভুলে যাওয়ার মতো নয়। এর পুনরাবৃত্তি আর হবে না।’ সূত্র: আনন্দবাজার।