ভারতের পার্লামেন্টে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার বিল পাস

ভারতের পার্লামেন্টের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে সোমবার। অধিবেশন শুরুর প্রথম দিনই ধ্বনিভোটে পাস হয়েছে দেশটির বহুল বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার বিল।

কৃষি আইন নিয়ে আলোচনার দাবিতে শীতকালীন অধিবেশনের শুরুতেই হট্টগোল শুরু করে বিরোধীরা। এক পর্যায়ে পার্লামেন্টের উভয় কক্ষেই অধিবেশন বেলা ১২টা পর্যন্ত মুলতুবি করে দেন স্পিকার।

বেলা ১২টায় অধিবেশন ফের শুরু হতেই ‘কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১’ পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। ধ্বনিভোটে তা সঙ্গে সঙ্গেই পাস হয়ে যায়। বিরোধীরা আলোচনার যে দাবি করেছিল, তা খারিজ করে দেয় সরকার পক্ষ।

ভারতের পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, সোমবারই তিন কৃষি আইন প্রত্যাহার বিল রাজ্যসভায় পেশ করা হবে।

এদিকে দিল্লি সীমান্তে এখনও অবস্থান করছেন কৃষকরা। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আইনটি বাতিলের মৌখিক আশ্বাস দিলেও রাজপথ ছাড়েনি আন্দোলনকারীরা। তাদের সাফ বক্তব্য ছিল, বিতর্কিত ওই আইন পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে বাতিল না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি থাকবে। সূত্র: আনন্দবাজার।