কংগ্রেস নেতৃত্বাধীন জোটকে কটাক্ষ মমতার

মহারাষ্ট্রে তিন দিনের সফরে গেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (১ ডিসেম্বর) তৃণমূল কংগ্রেসের এই নেতার সঙ্গে বৈঠক হয়েছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা শরদ পাওয়ারের। এরপরই কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ (ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স) জোটকে কটাক্ষ করেছেন মমতা। তিনি বলেছেন, ‘ইউপিএ বলে কিছু নেই।’

উল্লেখ্য, ২০০৪ সালে সাধারণ নির্বাচনের পর ভারতের মধ্য ও বামপন্থী দলগুলোকে নিয়ে গড়ে তোলা হয়  ইউপিএ জোট। জোটের সবচেয়ে বড় দল কংগ্রেস। দলটির চেয়ারপারসন সোনিয়া গান্ধী বর্তমানে এই জোটের নেতৃত্ব দিচ্ছেন।

বুধবার এনসিপি নেতার সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘চলমান ফ্যাসিবাদের বিরুদ্ধে কেউ লড়াই করছে না, সে কারণে জোরালো বিরোধী শক্তি গড়ে তোলা উচিত। শরদ পাওয়ার সিনিয়র নেতা আর আমি রাজনৈতিক দলগুলো নিয়ে আলোচনা করতে এসেছি। তিনি যা বলেছেন তার সঙ্গে আমি একমত।’

বিজেপি-বিরোধী জোটের অংশ কংগ্রেস হবে কিনা জানতে চাইলে এনসিপি নেতা শরদ পাওয়ার বলেন, ‘এটা কংগ্রেস বা অন্য যেকোনও দল হতে পারে, যারাই বিজেপির বিরুদ্ধে তারা যদি একত্রিত হয় তাহলে তাদের স্বাগত জানানো হবে।’

শক্তিশালী বিকল্প নেতৃত্ব প্রয়োজন উল্লেখ করে শরদ পাওয়ার বলেন, ‘আমাদের চিন্তা আজকের জন্য নয়, নির্বাচনের জন্য। এটা প্রতিষ্ঠিত হয়েছে আর সেই উদ্দেশ্যেই তিনি (মমতা) এসেছেন এবং আমাদের সঙ্গে খুব ইতিবাচক আলোচনা হয়েছে।’

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সব আঞ্চলিক দল যদি একত্রিত হয় তাহলে ভারতীয় জনতা পার্টিকে  (বিজেপি) পরাজিত করা সহজ হবে।

এর আগে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে এবং শিব সেনা দলের আইনপ্রণেতা সঞ্জয় রাউতের সঙ্গে বৈঠক করেন। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাই পৌঁছান মমতা।