নাগাল্যান্ডে গুলির ঘটনায় তদন্ত চাইলেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার নাগাল্যান্ডে নিরাপত্তাবাহিনীর গুলিতে বেসামরিক হত্যাকাণ্ডের তদন্ত দাবি করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এখবর জানিয়েছে।

সীমান্তবর্তী নাগাল্যান্ডের মন জেলার ওটিংয়ে বিদ্রোহী ভেবে সাধারণ শ্রমিকদের উপর গুলি চালানো হলে অন্তত ১৩ জন নিহত। এলাকাবাসীর দাবি, প্রতিদিনের মতো তিরু থেকে কাজ শেষে পিক আপে করে ফিরছিলেন তারা। সেখানে কয়লা ক্ষেত্রে কাজ করতেন শ্রমিকরা। ট্রাকটি ৩০ বা তার বেশি শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, নাগাল্যান্ড থেকে উদ্বেগজনক খবর। নিহতদের পরিবারের জন্য আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যেনও সব ভুক্তভোগী ন্যায়বিচার পায়।

নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও উচ্চ পর্যায়ের তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সমাজের সব স্তরে শান্তি বজায় রাখাও আহ্বান জানিয়েছেন।

ঘটনাটি নিয়ে দুঃখপ্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী এবং তদন্তেরও নির্দেশ দিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, তাদের এক সেনাসদস্য নিহত ও কয়েকজন আহত হয়েছে।