ভারত সফরে পুতিন

দুই দিনের সফরে সোমবার ভারতে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লিতে পৌঁছে হায়দরাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। এর একদিন আগেই বৈঠকে মিলিত হন দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মোদির সঙ্গে বৈঠকে পুতিন বলেন, তার দেশ ভারতের সঙ্গে সম্পর্ককে সামনের দিকে নিয়ে যেতে চায়।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ভারতকে একটি বিশাল শক্তি, একটি বন্ধুত্বপূর্ণ জাতি এবং সময়ের পরীক্ষিত বন্ধু মনে করি। আমাদের মধ্যে সম্পর্ক বাড়ছে এবং আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের সম্পর্কের প্রতি দৃঢ় আস্থার কথা জানান। তিনি বলেন, ‘ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক সত্যিই আন্তরাষ্ট্রীয় বন্ধুত্বের একটি অনন্য ও নির্ভরযোগ্য মডেল।’ সূত্র: ইন্ডিয়া টিভি, টাইমস অব ইন্ডিয়া।