জেনারেল বিপিনের শেষকৃত্যে থাকছেন বাংলাদেশের সামরিক প্রতিনিধি

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতের প্রতিরক্ষা প্রধান (চিফ অব ডিফেন্স স্টাফ) জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্যে যোগ দিচ্ছেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান ও নেপালের সামরিক প্রতিনিধিরা। শুক্রবার (১০ ডিসেম্বর) দিল্লিতে এই শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে।

গত বুধবার দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর সুলুর বিমান ঘাঁটি থেকে বুধবার উড্ডয়নের কিছুক্ষণ পরই জেনারেল রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারটি নীলগিরি পাহাড়ে বিধ্বস্ত হয়। এতে জেনারেল রাওয়াত ও তার স্ত্রীসহ ১৩ জন নিহত হন। ওয়েলিংডনের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন জেনারেল রাওয়াত।

শুক্রবার সকাল ১১টা থেকে জেনারেল বিপিন রাওয়াতের মরদেহ রাখা হয় তার দিল্লির বাড়িতে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান সাধারণ মানুষ ও পরিবারের সদস্যরা। বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রদ্ধা জানান সেনা সদস্য ও কর্মকর্তারা। দুপুর ২টায় সেখান থেকে শুরু হয় জেনারেল রাওয়াতের শেষযাত্রা। বিকাল ৪টায় তার শেষকৃত্য সম্পন্নের কাজ শুরু হয়েছে।

এই শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। এছাড়া শ্রীলঙ্কার সেনাবাহিনীর কমান্ডার এবং চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল শাভেন্দ্র সিলভাও যোগ দিচ্ছেন এই অনুষ্ঠানে। শ্রীলঙ্কার সাবেক চিফ অব ডিফেন্স স্টাফ এবং জেনারেল রাওয়াতের প্রিয় বন্ধু অ্যাডমিরাল রবিন্দ্র চন্দ্রসিরিও (অব.) শেষকৃত্যে থাকছেন।

ভুটানের সেনাবাহিনীর ডেপুটি চিফ অপারেশন অফিসার ব্রিগেডিয়ার দর্জি রিনচেন এবং নেপালের সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল বাল কৃষ্ণা কার্কি যোগ দিচ্ছেন জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য অনুষ্ঠানে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস