কারাবন্দি ছেলেকে নিয়ে প্রশ্ন শুনেই ক্ষেপে গেলেন ভারতীয় মন্ত্রী

উত্তর প্রদেশের লাখিমপুর খেরিতে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যায় অভিযুক্ত কারাবন্দি ছেলেকে নিয়ে চাপে পড়েছেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। পদত্যাগের চাপে থাকা এই মন্ত্রী এবার ছেলে সম্পর্কে প্রশ্ন শুনেই সংবাদমাধ্যমের ওপর চটেছেন। এক ভিডিওতে দেখা গেছে, প্রশ্ন শুনেই সাংবাদিকদের দিকে তেড়ে যান তিনি।

লাখিমপুর খেরিতে একটি অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী অজয় মিশ্র। ভিডিওতে দেখা গেছে, সাংবাদিকের মাইক ধরে তাদের ‘চোর’ বলে গালি দেন মন্ত্রী। এর একদিন আগেই কারাবন্দি ছেলের সঙ্গে দেখা করেন অজয় মিশ্র।

সম্প্রতি পুলিশের একটি বিশেষ তদন্ত দল আদালতকে জানিয়েছেন, গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যার ঘটনাটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। এই মামলায় মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিষ মিশ্র। আশিষসহ অন্য আসামিরা এখনই হত্যা এবং ষড়যন্ত্রের অভিযোগ মোকাবিলা করছেন। বিশেষ তদন্ত দল হত্যাচেষ্টা এবং অন্য অভিযোগ যুক্ত করতে চান।

নতুন এসব অভিযোগের বিষয়েই অজয় মিশ্রের কাছে জানতে চান সাংবাদিকেরা। এরই প্রতিক্রিয়ায় ক্ষেপে ওঠেন তিনি।

সূত্র: এনডিটিভি