১২ ঘণ্টার ব্যবধানে দুই নেতা খুন কেরালায়, ১৪৪ ধারা জারি

বারো ঘণ্টার ব্যবধানে খুন হলেন ভারতের কেরালার দুই রাজনৈতিক নেতা। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে আলাপ্পুঝা জেলায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় আগামী দুই দিনের ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

শনিবার রাতে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়া (এসডিপিআই) রাজ্য সম্পাদক কে এস শান। নৃশংস হামলায় গুরুতর আহত অবস্থায় কোচির হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তার। এসডিপিআইয়ের অভিযোগ, হত্যাকাণ্ডের পেছনে আরএসএসের হাত রয়েছে।

এই ঘটনার বারো ঘণ্টার মধ্যেই জেলার জনপ্রিয় বিজেপি নেতা রঞ্জিৎ শ্রীনিবাসনের বাড়িতে চড়াও হয়ে তার ওপরে আক্রমণ করা হয়। তিনি বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সম্পাদক ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, রঞ্জিতের স্ত্রীর সামনেই ওই বিজেপি নেতাকে কুপিয়ে খুন করা হয়। 

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলিধরনের অভিযোগ, হামলার পেছনে ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান তিনি। পুলিশের ধারণা, এসডিপিআই নেতা কে এস শান হত্যার বদলা নিতেই রঞ্জিৎ শ্রীনিবাসনকে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। দুই হত্যাকাণ্ডের জন্য বিজেপি এবং এসডিপিআই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে।

কেরালের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, এ ধরনের ঘৃণ্য ও সহিংস ঘটনা রাজ্যের জন্য বিপজ্জনক। দোষীদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আশ্বাস দেন তিনি।