গরু আমাদের মা: মোদি

গরু অনেকের কাছে মা এবং পবিত্র। যারা ‘পাপ’ বলে মনে করে তারা বুঝতে পারে না, কোটি কোটি মানুষের জীবিকা গবাদি পশুর উপর নির্ভর করে। বৃহস্পতিবার ভারতের উত্তর প্রদেশের বারানসিতে দুই হাজার ৯৫ কোটি রুপির ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিরোধী দলগুলোকে ইঙ্গিত করে মোদি বলেন, যারা গরু-মহিষ নিয়ে রসিকতা করে তারা ভুলে যায় যে কোটি কোটি মানুষের জীবিকা নির্ভর করে এই গবাদি পশুর ওপর।

প্রধানমন্ত্রী আরও বলেন, ৬-৭ বছর আগের তুলনায় বর্তমানে দেশে দুধ উৎপাদন প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্বের উৎপাদিত দুধের প্রায় ২২ শতাংশই ভারতের বলেও জানান তিনি।

এদিকে সমাজবাদী পার্টির ওপর আক্রমণ প্রসঙ্গে মোদি বলেন, তাদের অভিধানে মাফিয়াবাদ এবং পরিবারবাদ রয়েছে। তিনি বলেন, আমাদের জন্য অগ্রাধিকার হলো সবকা সাথ সবকা বিকাশ।