করোনায় আক্রান্ত অরবিন্দ কেজরিওয়াল, লক্ষণ মৃদু

নিজের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার সকালে এক টুইট বার্তায় জানিয়েছেন, মৃদু লক্ষণ নিয়ে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। সম্প্রচারমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত তিন দিন ধরে উত্তর প্রদেশ, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে নির্বাচন সামনে রেখে বড় বড় র‌্যালিতে বক্তব্য রেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

টুইট বার্তায় অরবিন্দ কেজরিওয়াল লেখেন, ‘আমি করোনায় আক্রান্ত হয়েছি। লক্ষণ মৃদু। নিজেকে বাড়িতে আইসোলেশনে রেখেছি। গত কয়েক দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা অনুগ্রহ করে নিজেদের আইসোলেশনে রাখুন এবং পরীক্ষা করান।’

ভারতে করোনা সংক্রমণ বাড়ার মধ্যে ঝড়ের বেগে নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছেন আম আদমি পার্টির (এএপি) নেতা ৫৩ বছরের কেজরিওয়াল। সোমবার তিনি দেরাদুনে ছিলেন। তার আগে তিনি অমৃতসর এবং পাতিয়ালায় র‌্যালিতে যোগ দেন তিনি।

সোমবার দিল্লিতে একদিনে নতুন করে চার হাজার ৯৯ জন আক্রান্ত হয়েছে। শহরটিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সরকারি বিবৃতি অনুযায়ী দিল্লিতে যারা পরীক্ষা করাচ্ছে তাদের মধ্যে আক্রান্তের হার ৬.৪৬ শতাংশ। ছয় হাজারের বেশি করোনা রোগী বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

দিল্লিতে আক্রান্তদের বেশিরভাগই ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমিত। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন জানান, ৩০ ও ৩১ ডিসেম্বর তিনটি ল্যাবের জিনোম সিকোয়েন্সিং প্রতিবেদন অনুযায়ী ৮১ শতাংশই নমুনায় ওমিক্রন আক্রান্ত।

আক্রান্তের সংখ্যা বাড়ায় দিল্লিতে নতুন করে বিধিনিষেধ আসতে পারে। সিদ্ধান্তের জন্য মঙ্গলবার বৈঠকে বসতে যাচ্ছে দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।