কারখানা থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে ভারতে নিহত ৫

ভারতের গুজরাট রাজ্যের সুরাট জেলার একটি কারখানায় মজুত রাখা রাসায়নিক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে অন্তত পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ২০ জনকে। তাদের অজ্ঞান অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সময়ে সাচিন শিল্প এলাকায় অবস্থিত ওই ডায়িং কারখানার ভেতরে ছিলেন শ্রমিকেরা। সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভারপ্রাপ্ত দমকল কর্মকর্তা ভাষাণ পারেক এই তথ্য জানান।

ভাষাণ পারেক জানান, ভোর ৪.২৫ মিনিটে খবর পায় ফায়ার সার্ভিস। তিনি জানান, কারখানার সড়কের পাশে মজুত রাখা রাসায়নিকের ট্যাংকার থেকে ছড়িয়ে পড়া গ্যাস গ্রহণ করে অজ্ঞান হয়ে পড়ে ২৫ থেকে ২৬ কর্মী।

ওই কর্মকর্তা জানান, দ্রুত তাদের নতুন সিভিল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে এখন পর্যন্ত পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে।

পরে গ্যাস ছড়িয়ে পড়া ঠেকাতে ট্যাংকারের ভাল্ব বন্ধ করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

সূত্র: এনডিটিভি