বুল্লি বাই অ্যাপ নির্মাতা গ্রেফতার: দিল্লি পুলিশ

ভারতে মুসলিম নারীদের অনলাইন নিলামে তোলা বুল্লি বাই অ্যাপের মূল ষড়যন্ত্রকারীকে আটকের দাবি করেছে দিল্লি পুলিশ। বৃহস্পতিবার তাকে আসাম থেকে গ্রেফতার করা হয়েছে।

দিল্লি পুলিশের একটি বিশেষায়িত ইউনিট নিরাজ বিশনই নামের ওই অভিযুক্তকে আটক করে। পুলিশের দাবি ওই ব্যক্তি বুল্লি বাই অ্যাপের নির্মাতা এবং অ্যাপটির মূল টুইটার অ্যাকাউন্টের মালিক।

পুলিশ সূত্রের বরাতে সম্প্রচারমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ২১ বছরের নিরাজ বিশনই ভুপালের একটি প্রতিষ্ঠানের দ্বিতীয় বর্ষের প্রকৌশল শিক্ষার্থী। আসামের জোরহাটের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বিকালেই তাকে দিল্লি নিয়ে যাওয়া হবে।

এই মামলায় এনিয়ে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুল্লি বাই অ্যাপের ঘটনায় ভারতের অন্তত তিনটি রাজ্যে মামলা দায়ের হয়েছে। এই অ্যাপে আক্রান্ত নারীরা এসব মামলা দায়ের করেছেন।

এসব মামলায় এর আগে তিন জনকে গ্রেফতার করে মুম্বাই পুলিশের সাইবার সেল। তারা হলে ২১ বছরের শিক্ষার্থী মায়াঙ্ক রাওয়াল, ১৯ বছরের শ্বেতা সিং এবং প্রকৌশল শিক্ষার্থী বিশাল কুমার ঝা। মুম্বাই পুলিশের দাবি এই ঘটনার মাস্টারমাইন্ড শ্বেতা সিং।

এই ঘটনা ভারতে মুসলিম নারীদের হয়রানি করতে অনলাইনে নিলামে তোলার দ্বিতীয় প্রচেষ্টা। গত বছরের জুলাইতে ‘সুল্লি ডিলস’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইট ৮০ জনের বেশি মুসলিম নারীর প্রফাইল তৈরি করে। এসব ছবি ওই নারীদের অনলাইন অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করা হয়।