ঋণ না পাওয়ায় ব্যাংকে আগুন

ভারতের এক পুরুষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ঋণ আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় তিনি ব্যাংকের কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছেন। গত শনিবার কর্ণাটকের হাভেরি জেলায় এই ঘটনা ঘটে। এতে অভিযুক্ত ওয়াসিম হাজারাতসাব মোল্যা রাত্তিহালি শহরের বাসিন্দা।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ওয়াসিম হাজারাতসাব মোল্যা হেদুগোন্দা গ্রামে অবস্থিত কানারা ব্যাংকের শাখায় ঋণ আবেদন করেন। তবে তার নথিপত্র যাচাই করে আবেদনটি প্রত্যাখ্যান করে ব্যাংকের শাখা কর্তৃপক্ষ।

ঋণ আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় শনিবার রাতে ব্যাংকের শাখায় যান ওয়াসিম হাজারাতসাব মোল্যা। জানালা ভেঙে তিনি ব্যাংকের কার্যালয়ের ভেতরে পেট্রোল ছিটিয়ে দেন। এরপরই সেখানে আগুন ধরিয়ে দেন। পথচারীরা ধোঁয়া দেখতে পেয়ে পুলিশ ও দমকল বিভাগকে খবর দেয়।

পুলিশ জানিয়েছে, আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। পাঁচটি কম্পিউটার, ফ্যান, লাইট, পাসবই, প্রিন্টার, অর্থ গণনার মেশিন, নথি, সিসিটিভি এবং ক্যাশ কাউন্টার ধ্বংস হয়েছে।

অভিযুক্তকে গ্রেফতার করেছে কাজিনেলি পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।