ভারতে একদিনে করোনা শনাক্ত প্রায় ২ লাখ

বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে প্রায় দুই লাখ মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার দেশটিতে নতুন করে ১ লাখ ৯৪ হাজার ৭২০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৫.৮ শতাংশ বেশি। সরকারি হিসেবে দেখা গেছে, দৈনিক শনাক্তের হার ১১.৫ শতাংশ। এর অর্থ হলো প্রতি একশ’ জনকে পরীক্ষা করে ১১.৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

ভারতে এখন পর্যন্ত ৪ হাজার ৮৬৮ জনের ওমিক্রন সংক্রমণ শনাক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া এই ভ্যারিয়েন্টে ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র রাজ্য। সেখানে এক হাজার ২৮১ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এরপরই রয়েছে রাজস্থান। সেখানে ৬৪৫ জনের ওমিক্রন ধরা পড়েছে।

ভারতে এখন পর্যন্ত ১৫৩ কোটি ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। যা করোনা মহামারি মোকাবিলার একটি মাইলফলক।

করোনা মহামারির এই তৃতীয় ঢেউয়ে ভারতের ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তত ১২০টি জেলায় গত এক সপ্তাহে করোনা শনাক্তের হার ১০ শতাংশ। করোনায় গুরুতর অসুস্থতা ঠেকাতে গত সোমবার থেকে ভারতে স্বাস্থ্যকর্মী ও ঝুঁকিতে থাকা বয়স্ক ব্যক্তিদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।

এদিকে ভারত সরকারের এক শীর্ষ বিজ্ঞানী সতর্ক করে বলেছেন, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রায় অপ্রতিরোধ্য এবং এতে পর্যায়ক্রমে সবাই আক্রান্ত হবে। সম্প্রচারমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, টিকার বুস্টার ডোজও এই ভ্যারিয়েন্টের দ্রুত বিস্তার ঠেকাতে পারবে না।