পশ্চিমবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, হতাহত অনেকে

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) পটনা থেকে গুয়াহাটির দিকে ছেড়ে যাওয়া বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হলে হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, ট্রেনটির বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে গেছে। দুর্ঘটনায় অনেক যাত্রীর প্রাণহানির আশঙ্কা রয়েছে। আহত অবস্থায় ইতোমধ্যে ১৬ জনকে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। জলপাইগুড়ির জেলা প্রশাসক জানিয়েছেন, এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন।

প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, পটনা থেকে গুয়াহাটিগামী ট্রেনটি বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার সময় ট্রেনটির গতি ঘণ্টায় ৪০ কিলোমিটার ছিল। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ট্রেনটির ১২টি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছেন জরুরি বিভাগের কর্মীরা।

ট্রেনটি ছাড়ার সময় প্রায় ৭০০ যাত্রী ছিলেন। পরে বিভিন্ন স্টেশন থেকে যাত্রীরা ওঠা নামা করেন।