পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ৯, মোদির শোক

ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এ ঘটনায় আহত হয়েছেন ৩৬ জন। এদের মধ্যে ছয় জনের অবস্থা সংকটাপন্ন। ঘটনাস্থলে পরিদর্শনে এসেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

শুক্রবার (১৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় হতাহতে হাহাকার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরে লাইনচ্যুত হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। শুক্রবার সকাল পর্যন্ত ৯ জন মারা গেছেন।

ট্রেন দুর্ঘটনা সবাইকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করছেন রাজ্য কর্তৃপক্ষ। লাইন থেকে দুর্ঘটনা কবলিত ট্রেনটি সরিয়ে নেওয়া হয়েছে।

রেলের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা বলেন, ‘দুর্ঘটনার কারণ এখনই বলা সম্ভব হচ্ছে না। কমিশনার অব রেলওয়ে সেফটি আসার পরেই প্রকৃত কারণ জানা যেতে পারে। 

আহতদের চিকিৎসা চলেছে জলপাইগুড়ির স্থানীয় এক হাসপাতালে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কারণ উদঘাটনেরও নির্দেশ দিয়েছেন তিনি।

ক্ষতিগ্রস্ত যাত্রীদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। বৃহস্পতিবার নিহতদের পরিবারকে ৫ লাখ, গুরুতর আহতদের ১ লাখ এবং সামন্য আহতদের ২৫ হাজার রুপি সহায়তার ঘোষণা দেন তিনি।