বিজেপিতে যোগ দিলেন অখিলেশ যাদবের ভাইয়ের স্ত্রী

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের ভাইয়ের স্ত্রী অপর্না যাদব বিজেপিতে যোগ দিয়েছেন। বুধবার তার এই যোগদান উত্তর প্রদেশের নির্বাচেনের মাত্র কয়েক সপ্তাহ আগে সমাজবাদী পার্টির জন্য ধাক্কা বলে মনে করছেন অনেকেই।

অখিশেশ যাদবের ছোট ভাই প্রতীক যাদবের স্ত্রী অপর্না যাদব। প্রতীক যাদব সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়াম সিং যাদবের সবচেয়ে ছোট ছেলে। বিজেপি নেতারা অপর্না যাদবকে স্বাগত জানিয়ে তাকে ‘মুলায়াম সিং এর পুত্রবধূ’ আখ্যা দিয়েছেন।

দিল্লিতে বিজেপির স্কার্ফ করে অপর্না যাদব বলেন, ‘আমি সব সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি। এখন আমি দেশের ভালো করার চেষ্টা করতে চাই। আমি সব সময় বিজেপির প্রকল্পগুলোতে অনুপ্রেরণা পেয়েছি, দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।’

অপর্না যাদবের পাশে দাঁড়িয়ে উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য্য অখিলেশ যাদবের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমি তাকে স্বাগত জানাতে চাই এবং বলতে চাই অখিলেশ যাদব নিজের পরিবারের পাশাপাশি রাজনীতিতেও ব্যর্থ।’ তিনি জানান, বহু দিন আলোচনার পর অপর্না যাদব বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সাত ধাপে অনুষ্ঠিত হবে উত্তর প্রদেশের বিধানসভার নির্বাচন। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভোটগ্রহণ। ফলাফল ঘোষণা করা হবে আগামী ১০ মার্চ। এই নির্বাচনকে ২০২৪ সালের লোক সভা নির্বাচনের আগে সেমি-ফাইনাল হিসেবে দেখা হচ্ছে।

উত্তর প্রদেশের নির্বাচনের আগে বিজেপির বেশ কয়েক জন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নেতা সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। এরমধ্যে রাজ্যের তিন মন্ত্রীও রয়েছেন। তবে এবার অপর্না যাদবকে পাওয়ায় তাদের জন্য বড় সুবিধা হবে বলে মনে করছেন অনেকেই।

২০১৭ সালে লখনৌ আসন থেকে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী হয়েছিলেন অপর্না যাদব। কিন্তু তিনি ওই নির্বাচনে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া রিতা বহুগুনা জোসির কাছে হেরে যান।

৩২ বছরের অপর্না যাদব ‘বিঅ্যাওয়ার’ নামে একটি সংস্থা পরিচালনা করেন। এটি নারী অধিকার এবং লখনৌতে গরুর আশ্রম পরিচালনা করে থাকে। আগেও নরেন্দ্র মোদির প্রশংসা করে খবরের শিরোনাম হয়েছেন তিনি। ২০১৭ সালে যোগী আদিত্যনাথের সঙ্গে অপর্না যাদবের সাক্ষাৎ এবং তাদের একসঙ্গে গরুর আশ্রম পরিদর্শন বড় হেডলাইনের জন্ম দেয়।