পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের শীর্ষে কলকাতা

ভারতের পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হার বেড়েছে। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুসারে একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৪৪৭ জন। মৃত্যুও বেড়েছে। একদিনে রাজ্যে করোনায় মারা গেছেন ৩৮ জন। সুস্থতার হার ৯১.০৯ শতাংশ। 

পশ্চিমবঙ্গে গত মঙ্গলবার করোনা সংক্রমণের হার ছিল নিম্নমুখী। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্যে সংক্রমন খানিকটা উর্ধমুখি।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ২ হাজার ১৫৪ জন কলকাতার। দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে কলকাতা। একদিনে করোনায় মারা গেছেন সেখানকার ১৪ জন। যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্ত সেখানকার ১ হাজার ৭৯৮ জন। আগের দিন সংক্রমণ ছিল এর থেকে সামান্য কম। 

দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৮৮৮ জন। চতুর্থ স্থানে নদিয়া। সেখানে একদিনে সংক্রমিত ৬৮১ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের খবর মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ২৮ হাজার ৯৬১।

এখন পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ১৯৩ জন। একদিনে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৫ হাজার ৪১৮ জন।