নেতাজি সুভাষকে নিয়ে রাজনীতি করছে বিজেপি: ফিরহাদ হাকিম

 

 

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি রাজনীতির জন্য পশ্চিমবঙ্গের গর্ব নেতাজি সুভাষকে উপেক্ষা করছে বলে অভিযোগ করেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লির আয়োজন থেকে নেতাজি সুভাষকে নিয়ে একটি পরিবেশনা বাতিল হওয়ায় এই অভিযোগ করেন তিনি। তবে ওই পরিবেশনাটি কলকাতার প্রজাতন্ত্র দিবসের আয়োজনে পরিবেশন করা হবে।

দিল্লিতে ভারতের কেন্দ্রীয় সরকার আয়োজিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রদর্শনের জন্য এবার নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মডেল পাঠায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেটি নির্বাচিত হয়নি বলে দিল্লি জানিয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি দেন। কিন্তু তাতেও সিদ্ধান্ত বদলায়নি কেন্দ্র। সেই কারণে রাজ্য সরকার ওই একই মডেল কলকাতায় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার  এ প্রসঙ্গে এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘নেতাজিকে নিয়ে রাজনীতি কিসের? নেতাজি সম্পর্কে যদি সত্যিই শ্রদ্ধা থাকে তাহলে নেতাজির জীবন, স্বাধীনতা সংগ্রামের মডেল। এটাতো কোনো তৃণমূল কংগ্রেস নিয়ে মডেল নয়। তাহলে সেটাকে অনুমতি দিতে বাধা কোথায়? এর মধ্যে রাজনীতি কি করে আসে? সারা বিশ্বের লোকের কাছে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নেতাজির সম্পর্কে ভারতীয়দের ধারণা, সচেতনতা দেখানো যেত। যদি রাজনীতি কেউ করে থাকে বিজেপি করছে। নেতাজির নামকে কলঙ্কিত করার চেষ্টা করছে।’

অন্যদিকে গত বছর প্রজাতন্ত্র দিবসে কলকাতার অনুষ্ঠান ছিল প্রায় ৪০ মিনিটের। এবার সময় আরও কমিয়ে আধ ঘণ্টা করা হতে পারে। দর্শক সংখ্যাও হবে হাতে গোনা।