মুম্বাইয়ের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬

ভারতের মুম্বাইয়ের একটি ২০তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।

শনিবার স্থানীয় সময় সকাল ৭ টার দিকে বাণিজ্য নগরী মুম্বাইয়ের তারদেও এলাকার কমলা নামক ভবনটির ১৮ তলায় আগুন লাগে। সেখান থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আশপাশ। এসময় ভবন থেকে দ্রুত বের হতে দেখা যায় বাসিন্দাদের।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকলবাহিনী। মুম্বাই মেয়র কিশোরী পেদনেকার সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, আগুনে দগ্ধ ছয়জন লোকের অক্সিজেনের সহায়তা প্রয়োজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আছে কিন্তু প্রচণ্ড ধোঁয়া রয়েছে। ভবনে আটকে পড়াদের উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশসহ জরুরি বিভাগের কর্মীরা। আগুনকে তিন মাত্রা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আহতদের মধ্যে ৬ জন হাসপাতালে মারা গেছেন। অগ্নিকাণ্ডকে অপ্রত্যাশিত ঘটনা অ্যাখা দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি সভাপতি।