পশ্চিমবঙ্গের পাঠ্যসূচিতে নেহরু নয়, ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি

ঐতিহাসিক ঘোষণা দিলো পশ্চিমবঙ্গের মমতা সরকার। এবার থেকে রাজ্যের সরকারি স্কুলের পাঠ্যপুস্তকে পড়ানো হবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরু নয়! অখণ্ড ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষ চন্দ্র বসু। সোমবার কলকাতায় সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তিনি বলেন, ‘১৯৪৩ সালে নেতাজি দক্ষিণ পূর্ব এশিয়াতে শপথ নেন প্রধানমন্ত্রী হিসেবে। মাথায় রাখতে হবে, সেই সময় অখণ্ড ভারতবর্ষ ছিল। পরাধীন অখণ্ড ভারতবর্ষ। ব্রিটিশ শাসন আমলে উপনিবেশকালে এটি তিনি করেছিলেন। নিজের কেবিনেট গঠন করেছিলেন। এটি সিলেবাসে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বা সময়কালীন কোনও প্রশ্ন আছে কি না, সেটা আমরা সিলেবাস কমিটিকে বিবেচনা করতে বলবো।’

ব্রাত্যের এই ঘোষণার পর তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ আবার একই দাবি তুলে ভারতের মোদি সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তুলে বলেছেন, ‘কেন দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নেতাজির নাম ঘোষণা করল না কেন্দ্রীয় সরকার? শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ। নেতাজিই দেশের প্রথম প্রধানমন্ত্রী।’

তিনি বলেন, এই স্বীকৃতির প্রথম ধাপ হিসেবে মমতা সরকার বিষয়গুলো বিস্তারিতভাবে নতুন প্রজন্মের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির জন্য সিলেবাস কমিটিকে যথাযথভাবে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।