আর্থিক সংকটে বন্ধ হলো কলকাতার পৌরকর্মীদের পেনশন

প্রবল আর্থিক সংকটে বন্ধ হলো কলকাতা পৌরসভার কর্মীদের পেনশন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে তা জানানো হয়েছে।

এমন ঘোষণায় পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মী থেকে চিন্তিত ঠিকা কর্মীরাও। কারণ, গত ৮-৯ মাস ধরে তাদের পাওনা বকেয়া রয়েছে। এই পরিস্থিতিতে কবে অর্থ পাবেন, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে আর্থিক হাল দ্রুত ফেরানোর আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

কলকাতা পৌরসভার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের সেপ্টেম্বরের পর যেসব পৌরকর্মী অবসর নিয়েছেন, তাদের পেনশন আপাতত দেওয়া যাচ্ছে না। আর্থিক সংকটের কারণও গোপন করা হয়নি বিজ্ঞপ্তিতে।

এই মুহূর্তে ২২ হাজার স্থায়ী কর্মী রয়েছেন কলকাতা পৌরসভায়। তাদের বেতন দেয় রাজ্য সরকার। আর ২৬ হাজার অস্থায়ী কর্মীর পারিশ্রমিকের দায়িত্ব পৌরসভার। এই সব কর্মীদের বেতন আটকে রয়েছে।