ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ৩০০ কোটি রুপি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ঘোষিত বাজেটে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর জন্য আগের মতো অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এবছরের বাজেটে বাংলাদেশের জন্য অর্থ সাহায্যের পরিমাণে বাড়িয়ে ৩০০ কোটি রুপি করা হয়েছে।

মঙ্গলবার ভারতের পার্লামেন্টে ২০২২-২৩ সালের বাজেটে পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেটে বাংলাদেশের জন্য অর্থ সাহায্য বরাদ্দ রাখা হয়েছে ৩০০ কোটি রুপি। গত বছরের বাজেটে প্রথমে বাংলাদেশের জন্য ২০০ কোটি রুপি বরাদ্দ করা হয়। পরে তা বাড়িয়ে ৩০০ কোটি রুপি করা হয়।

তালেবান শাসিত আফগানিস্তানের জন্যও ২০০ কোটি রুপি বরাদ্দ রেখেছে মোদি সরকার। মিয়ানমারের জন্য রাখা হয়েছে ৬০০ কোটি রুপি। বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে ভুটান। তারা পাবে দুই হাজার ২৬৬ কোটি রুপি। মরিশাস ৯০০ কোটি, নেপাল পাবে ৭৫০ কোটি রুপি। আফ্রিকায় ভারতীয় দূতাবাস খোলার জন্য বরাদ্দ করা হয়েছে ২৫০ কোটি রুপি।