তৃণমূলকে ধোঁকা দিয়ে বিজেপির সঙ্গে যাচ্ছে গোমন্তক পার্টি

গোয়া নিয়ে কার্যত টার্গেট বেঁধে দিয়েছিল তৃণমূল। নানা আশার কথাও শুনিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। কিন্তু ভোট গণনার শেষে বৃহস্পতিবার দেখা যায়, ৬ শতাংশেরও কম ভোট পেয়েছে তৃণমূল। একটি আসনও পায়নি। কার্যত খালি হাতে গোয়া ছাড়তে হয়েছে দলটিকে।
 
হতাশার এখানেই শেষ নয়। ভোটের আগে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট করেছিল তৃণমূল। আর গোয়ায় দুটি আসন জিতে যাওয়ার পরে সেই গোমন্তক পার্টিই এবার বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চাইছে। এই ঘটনায় চরম অস্বস্তিতে তৃণমূল। শুক্রবার এনিয়ে মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

গোয়ার ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, ‘গোয়াতে সবে তৃণমূল শুরু করেছিল। এই রাজ্যে যে ৬ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল, এটাই যথেষ্ট।’

কিন্তু জোটসঙ্গী বিজেপির সঙ্গে যাচ্ছে? সেই প্রসঙ্গে মমতা বলেন, ‘আমরা এটা নিয়ে কিছু বলব না। আমাদের ওখানে কোনও বিধায়ক নেই। আমরা তাদের নিয়্ন্ত্রণ করতে পারবো না। এটা একটি প্রি পোল অ্যালায়েন্স। যেহেতু তৃণমূলের কোনও বিধায়ক নেই, সেকারণে তারা তাদের নিজেদের পলিসি তৈরি করেছে। তাদের পলিসি নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে ওদের সঙ্গে আমাদের প্রি পোল অ্যালায়েন্স ছিল। তাদের বিজেপির সঙ্গে যাওয়া উচিত নয়। আমরা এতে আপত্তি জানাচ্ছি। আমরা এটা পছন্দ করছি না’।