X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল

রক্তিম দাশ, কলকাতা
১৯ এপ্রিল ২০২৪, ২৩:৫৪আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ২৩:৫৪

প্রথম দফার ভোট শেষ হতেই কোথাও উল্লাসে মাতলেন বিজেপির কর্মীরা, কোথাও আবার তৃণমূল করলো আগাম জয়ের উদযাপন। শুক্রবার থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। প্রথম দফায় ভোট হলো আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। ভোট শেষে তিন জেলাতেই উল্লাসের মিছিল করলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

ভোট দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক

কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের দলীয় কার্যালয়ের সামনে এদিন লাড্ডু খাওয়ালেন দলের কর্মীরা। তারা নিশীথের জয় নিয়ে আশাবাদী। তিনি বলেন, নিশীথ প্রামাণিক এবার জিতছেনই। বিভিন্ন মণ্ডল থেকে যে সব ইতিবাচক খবর এসেছে, তাতে আমাদের জয় নিশ্চিত।

অন্যদিকে ভোট শেষ হতেই তৃণমূল মিছিল করে। বিকালে তৃণমূলের জেলা সভাপতি ঘোষণা করেন, জয় তাদেরই হচ্ছে। তাই জয়ের আগাম মিছিল হবে। সন্ধ্যায় মিছিলও করেন তারা। কোচবিহার তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের কথায়, এসব পাগলামো। ৪ তারিখ মুখ লুকোবে। মানুষের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। সারাদিন ভোটের যে ট্রেন্ড, বুথ থেকে আসা রিপোর্ট সবই বুঝিয়ে দিচ্ছে কী হতে চলেছে।

ভোট চিত্র কোচবিরাহ

এদিন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। সকাল থেকেই কোচবিহার এবং জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে সহিংস ঘটনা ঘটেছে বলে অভিযোগ। তবে সার্বিকভাবে ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনি কর্মকর্তা আরিজ আফতাব।

বিকেল পাঁচটা পর্যন্ত তিনটি লোকসভা কেন্দ্রে পড়েছে ৭৭.৫৭ শতাংশ। কোচবিহারে ভোট পড়েছে ৭৭.৭৩ শতাংশ। আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৭৫.৫৪ শতাংশ। জলপাইগুড়িতে ভোট পড়েছে ৭৯.৩৩ শতাংশ।

তিনটি লোকসভা কেন্দ্র থেকে মোট ৪৬৮টি অভিযোগ জমা পড়ল। যার মধ্যে আলিপুরদুয়ারে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মোট অভিযোগ জমা পড়েছে ১৫০টি টি। কোচবিহারে মোট অভিযোগ জমা পড়েছে ২১৮ টি এবং জলপাইগুড়িতে অভিযোগ জমা পড়েছে ১০০ টি।

/এএ/
সম্পর্কিত
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
সর্বশেষ খবর
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
বিশ্বকাপ দল নিয়ে লুকোচুরি কেন?
বিশ্বকাপ দল নিয়ে লুকোচুরি কেন?
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং:  বাংলাদেশ থেকে শীর্ষে বুয়েট, বেসরকারিতে নর্থ সাউথ
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং: বাংলাদেশ থেকে শীর্ষে বুয়েট, বেসরকারিতে নর্থ সাউথ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে