ভারতে চকলেট খাওয়ার পর ৪ শিশুর মৃত্যু, তদন্তের নির্দেশ

ভারতের উত্তর প্রদেশে বিষাক্ত চকলেট খাওয়ার পর চার শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। নিহত শিশুদের তিনজন সহোদর।

কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকালে রাজ্যের কুশিনগর জেলার কাসিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় শোক প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

নিহত তিন সহোদর হলেন মানজানা (৫), সুইটি (৩) এবং সমর (২)। এছাড়া এসব শিশুদের প্রতিবেশী পাঁচ বছরের অরুণেরও মৃত্যু হয়েছে।

কুশিনগরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভরুন কুমার পান্ডে বলেন, গ্রামবাসীরা জানিয়েছেন, দিলিপনগর গ্রামের বাসিন্দা মুখিয়া দেবি সকালে ঘর পরিষ্কারের সময় একটি প্লাস্টিকের ব্যাগে পাঁচটি চকলেট এবং কিছু কয়েন পান। তিনি এসব চকলেট তার তিন নাতি এবং এক প্রতিবেশী শিশুকে দেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, সন্দেহভাজন বিষাক্ত ওই চকলেট খাওয়ার পর শিশুরা অচেতন হয়ে পড়লে তাদের দ্রুত জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভরুন কুমার পান্ডে জানান, বাকি থাকা একটি চকলেট ফরেনসিক পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।

সূত্র: এনডিটিভি