ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্টে প্রথম আক্রান্ত শনাক্ত

ভারতের মুম্বাই শহরে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট এক্সই এর রোগী। এই ভ্যারিয়েন্টটি প্রথম শনাক্ত হয় যুক্তরাজ্যে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে নতুন এই ভ্যারিয়েন্টটি ওমিক্রনের বিএ.২ সাব-ভ্যারিয়েন্টের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি সংক্রামক।

নতুন শনাক্ত হওয়া এক্সই ভ্যারিয়েন্টটি ওমিক্রনের বিএ.১ এবং বিএ.২ সাব-ভ্যারিয়েন্টের পরিবর্তনের ফলাফল। ব্রিটিশ স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (ইউকেএইচএসসিএ)  জানিয়েছে, এক্সই ভ্যারিয়েন্টটির বিএ.২ সাব-ভ্যারিয়েন্ট থেকে ৯.৮ শতাংশ বেশি দ্রুত ছড়াতে পারে। শনাক্তকরণ এড়ানোর সক্ষমতার কারণে এই ভ্যারিয়েন্টটি গোপন ভ্যারিয়েন্ট নামেও পরিচিত।

ভারতে প্রথমবারের মতো একজনের শনাক্ত হয়েছে এক্সই শনাক্ত হয়েছে। মুম্বাইয়ে জিনোম সিকোয়েন্সের জন্য ২৩০টি নমুনা পাঠানো হয়। এরমধ্যে একটিতে এক্সই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এছাড়া আরেকটি নমুনায় কাপ্পা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। বাকি ২২৮টি নমুনা করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট।

গত ২ মার্চ পর্যন্ত যুক্তরাজ্যে ৬৩৭ নতুন রোগী শনাক্ত হয়েছে। বেশিরভাগ আক্রান্ত পাওয়া গেছে ইংল্যান্ডের পূর্বাঞ্চল, লন্ডন এবং দক্ষিণ পূর্ব এলাকা থেকে।

গত সপ্তাহে যুক্তরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড পরিমাণ বেড়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান দফতর জানিয়েছে, গত ২৬ মার্চ পর্যন্ত দেশটির প্রতি ১৩ জনের মধ্যে একজনের করোনা রয়েছে। তবে মোট জিনোম সিকোয়েন্স করা আক্রান্তের মধ্যে মাত্র এক শতাংশের মধ্যে মিলেছে এক্সই ভ্যারিয়েন্ট।

সূত্র: এনডিটিভি