টেস্ট টিউব বেবির গবেষক ডা. বৈদ্যনাথ চক্রবর্তী প্রয়াত

প্রয়াত হলেন বিশিষ্ট চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর। বৈদ্যনাথ চক্রবর্তী ইনস্টিটিউট অব রিপ্রোডাক্টিভ মেডিসিনের প্রতিষ্ঠাতা। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে কলকাতার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভারতে কৃত্রিম উপায়ে প্রজনন এবং টেস্ট টিউব বেবি গবেষণা ও চিকিৎসার ক্ষেত্রে নিজের প্রতিভা গোটা বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন এই বিশিষ্ট চিকিৎসক। ২০১৯ সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাকে বিশিষ্ট চিকিৎসক সম্মানে সম্মানিত করা হয়।

জানা গেছে, বয়সজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বর্ষীয়ান এ চিকিৎসক। গত ১৭ মার্চ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রায় এক মাসের লড়াই শেষে ১৫ এপ্রিল সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।