পশ্চিমবঙ্গে গ্রেফতার বাংলাদেশে সিরিজ বোমা হামলার আসামি

বাংলাদেশে সিরিজ বোমা হামলার আসামি  সাহিরুদ্দিনকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া থানার চৌমাথা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কেন্দ্রীয় গোয়েন্দা দফতর সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া কাজি সাহিরুদ্দিন মণ্ডলের বাড়ি বাংলাদেশের  যশোর জেলার দিয়াপাড়া এলাকায়। সে জামাতের সদস্য।  সিরিজ বোমা বিস্ফোরণের মামলায় তাকে যাবজ্জীবন দণ্ড দিয়ে রেখেছে বাংলাদেশের আদালত।

পশ্চিমবঙ্গের বসিরহাট পুলিশ জেলার সুপার জবি থমাস বলেন, ‘সন্দেহজনক হওয়ায় জেরা করতে ওই বাংলাদেশিকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে।’

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, ২০০৫ সালে বাংলাদেশে সিরিজ বোমা বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় জড়িয়ে পড়ে জামাতের অন্যতম নেতা কাজি সাহিরুদ্দিন মণ্ডল। বিচারে তার যাবজ্জীবন দণ্ড হয়। কিন্তু সাজাপ্রাপ্ত ওই আসামি জেল থেকে পালিয়ে  বেনাপোল হয়ে অবৈধভাবে বাংলাদেশের সীমানা পেরিয়ে বাদুড়িয়ার আটলিয়া গ্রামে আশ্রয় নেয়। গত ১৫ বছর হচ্ছে সেখানেই গা ঢাকা দিয়ে থেকে ফিসারির কাজ নেয়। 

পুলিশ জানায়, ভারতে এসে আধার এবং প্যান কার্ড বানায় কাজি সাহিরুদ্দিন মণ্ডল। তা দেখিয়ে বিভিন্ন সরকারি  সুবিধার পাশাপাশি কলকাতাসহ বিভিন্ন এলাকাতে ঘুরে বেড়াতে শুরু করে। গোয়েন্দারা ইতোমধ্যে জানতে পেরেছে কেবল কাজি সাহিরুদ্দিন মণ্ডল নয়, তার সাথে আরো প্রায় ৩৫ জন জামাত নেতা বাংলাদেশ ছেড়ে এপারে এসে থাকতে শুরু করার পাশাপাশি সংগঠন মজবুতের চেষ্টা করছে।

খবর পেয়ে জেলা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এ দিন রাত একটা নাগাদ বাদুড়িয়ার চৌমাথা এলাকা থেকে ওই বাংলাদেশিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার কেন্দ্রীয় এবং রাজ্য গোয়েন্দাদের দল ওই বাংলাদেশিকে জিঞ্জাসাবাদ করতে বাদুড়িয়ায় আসছে।