ঈদের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোমবার টুইট বার্তায় মোদি বলেন, 'এই শুভ অনুষ্ঠানটি আমাদের সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আরও বাড়িয়ে তুলুক। সবাই সুস্বাস্থ্য ও সমৃদ্ধি লাভ করুক।'

এদিকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঈদ উপলক্ষে দেশবাসীর উদ্দেশে দেন বিশেষ বার্তা। জাতির উদ্দেশে তিনি বলেন, ‘রমজান শেষে ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই উৎসব মানুষকে একটি সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনে সচেষ্ট হতে অনুপ্রাণিত করে।’

ভারতের রাষ্ট্রপতি আরও বলেন, 'আসুন ঈদের শুভ উৎসবে উপলক্ষে আমরা মানবতার সেবায় ও দরিদ্রদের জীবনযাত্রার উন্নয়নে নিজেদের আত্মনিয়োগ করার সংকল্প করি। ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে, বিশেষ করে আমাদের মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন'।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। বৃষ্টি উপেক্ষা করেই কলকাতার রেড রোডে জামাত আদায় করেন অনেকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস