মহারাষ্ট্রে পিকনিকে গিয়ে পানিতে ডুবে ১৩ শিক্ষার্থীর মৃত্যু

nonameমুরুদ বিচে পিকনিকে গিয়ে  পুনের একটি কলেজের ১৩ শিক্ষার্থী সাগরে ডুবে মারা গিয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে মহারাষ্ট্রের রাইগাদ জেলার আলিবাগ এলাকার নিকটে সমুদ্রে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এখনও ১০-১২ জন শিক্ষার্থী নিখোঁজ আছেন।
রায়গাদ পুলিশ কর্মকর্তারা জানান, পুনের আবেদা ইনামদার কলেজের ডিগ্রিতে পড়ুয়া ১৩৫ জন শিক্ষার্থী মুরুদ বিচে পিকনিকে যায়। সাগরে নামলে এদের মধ্যে ১৩ জন পানিতে ডুবে মারা যায়। এদের মধ্যে দশ জন মেয়ে ও তিন জন ছেলের লাশ পাওয়া গেছে। আরও পাঁচ জন শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। 
এক পুলিশ কর্মকর্তা জানান, তিনটি বেসরকারি বাসে পুনে থেকে শিক্ষার্থীরা পিকনিকে আসে। মর্মান্তিক এ ঘটনা বিকাল ৪টার দিকে ঘটে। এখন মৃতদের শনাক্তকরণের চেষ্টা করা হচ্ছে।
নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজে দুটি হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালাচ্ছে কোস্ট গার্ড ও ভারতীয় নৌবাহিনী। মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

টাইমস অব ইন্ডিয়ার পক্ষ থেকে পুনের আবেদ ইনামদার কলেজের সঙ্গে যোগাযোগ করা হলে কর্মকর্তারা নিশ্চিত করেন, তাদের শিক্ষার্থীরা মুরুদ বিচে পিকনিকে গেছে। তাৎক্ষণিকভাবে এর বেশি কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

সাগর তীরে যেখানে নিহতদের মরদেহ রাখা হয়েছে সেখানে কয়েক হাজার পর্যটক ও স্থানীয়রা জড়ো হয়েছে। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

/এএ/