ভাইরাল ভিডিওতে পানির জন্য নারীর সংগ্রাম

শুকিয়ে যাওয়া কুয়ার খাড়া দেয়াল বেয়ে এক নারী ওঠার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে ভারতের সোস্যাল মিডিয়ায়। মধ্য প্রদেশের একটি গ্রামে ধারণ করা হয়েছে এই ভিডিও। এতে পানির তীব্র অভাবের চিত্র ফুটে উঠেছে। রাজ্যটির বেশ কয়েকটি এলাকায় পানির মারাত্মক সংকট দেখা দিয়েছে।

ভিডিওতে দেখা গেছে, দড়ি বা অন্য কোনও কিছুর সাহায্য ছাড়াই কুয়ার গভীরে নামেন ওই নারী। পুকুর, কুয়া শুকিয়ে যাওয়ায় মধ্য প্রদেশের গুসিয়া গ্রামের বাসিন্দারা পানি সংগ্রহে এই ধরনের মারাত্মক পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন।

ভারতের আরও কয়েকটি এলাকায় একই ধরনের পানি সংকট দেখা যাচ্ছে।

পানির জন্য ভারতীয়দের জীবন বিপন্ন করার ভিডিও প্রায়ই সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে থাকে। গত এপ্রিলে এই ধরনের এক ভিডিওতে দেখা যায় মহারাষ্ট্রের এক নারী কুয়ার গভীরে নেমেছেন।

২০১৯ সালে এক বৈশ্বিক প্রতিবেদনে ভারতকে ১৭টি দেশের এক তালিকায় রাখা হয়। এই তালিকায় পানির সংকট মারাত্মক বেশি এমন দেশগুলোকে স্থান দেওয়া হয়। ওই প্রতিবেদনে বলা হয়, মধ্য প্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, উত্তর প্রদেশ, গুজরাট, উত্তরাখন্ড এবং হরিয়ানায় পানির সংকট সবচেয়ে বেশি।

প্রতি গ্রীষ্মেই মধ্য প্রদেশে পানির সংকট দেখা যায়। রাজ্য সরকার ২০২৪ সাল নাগাদ সব গ্রামে ট্যাপের পানির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে। তারপরেও খাবার পানির সংকটে ভুগছে লাখ লাখ মানুষ।

ক্ষুব্ধ গুসিয়া গ্রামের বাসিন্দারা জানিয়েছেন তারা এই বছরের স্থানীয় নির্বাচন বর্জন করে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। এক নারী বলেন, ‘পানি সংগ্রহের জন্য কুয়ায় নামতে হয়। [এখানে] তিনটি কুয়া আছে, সবগুলো প্রায় শুকিয়ে গেছে। কোনো হাত পাম্পে পানি নেই।’ তিনি বলেন, ‘সরকারি কর্মচারি আর রাজনৈতিক নেতারা কেবল ভোটের সময় আসে। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছে যথাযথ পানি সরবরাহ নিশ্চিতের আগে ভোট দেবো না।’

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বহু ভারতীয় একে ‘হৃদয়-বিদারক’ আখ্যা দিয়ে গ্রামবাসীকে দ্রুত সহায়তার আহ্বান জানিয়েছেন।

পৃথিবীতে সবচেয়ে বেশি মাটির নিচের পানি তোলা হয় ভারতে। দেশটির অনেকেই এখনও দৈনিক সরবরাহের জন্য এই পানির ওপর নির্ভর করে। কিন্তু দেশটির দুই-তৃতীয়াংশ জেলায় পানির স্তর নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

সূত্র: বিবিসি