যোগী আদিত্যনাথের হেলিকপ্টারের জরুরি অবতরণ, অল্পের জন্য রক্ষা

ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বহনকারী হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। মাঝ আকাশে হেলিকপ্টারটিতে একটি পাখির আঘাত লাগার পরপরই বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়তে হয় যোগীকে। তবে পাইলটের দক্ষতায় অল্পের জন্য রক্ষা পেলেন তিনি। 

খবরে বলা হয়েছে, বারাণসীর রিজার্ভ পুলিশ লাইনে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি। হেলিকপ্টারে করে বারাণসীর রিজার্ভ পুলিশ লাইনস গ্রাউন্ড থেকে লখনৌয়ের উদ্দেশে যাচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টারের সঙ্গে একটি পাখি লাগলে বিপত্তি ঘটে।

সূত্রের খবর, হেলিকপ্টারটির কোনও ক্ষতি হয়নি। সেটির যান্ত্রিক পরীক্ষা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অক্ষত আছেন। যোগী আদিত্যনাথ শনিবার বারাণসীতে আসেন। সেখানে কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শন করেন।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস