সোনার চেইন নিয়ে পালাচ্ছে পিঁপড়ার দল

পিঁপড়াকে প্রায় সময় দেখা যায় নিজের ওজনের চেয়ে চিনির বড় দানা অথবা কোনও খাবারের টুকরো বহন করতে। বলা হয়ে থাকে, নিজের ওজনের চেয়ে ২০ গুণ ভারী বস্তু তুলে নিয়ে যেতে পারে পিঁপড়া। এবার একটি সোনার চেইন টেনে নিয়ে পালাতে দেখা গেলেও একদল পিঁপড়াকে। ভারতের এমনই এক ভিডিও ভাইরাল।

ভিডিওটি টুইটে শেয়ার করেছেন ভারতের এক বন কর্মকর্তা সুশান্ত নন্দ। সেখানে দেখা যাচ্ছে, এক দল পিঁপড়া একটি বড় সোনার চেইন টেনে নিয়ে যাচ্ছে। শেয়ার করা ভিডিও’র ক্যাপশনে রসিকতা করে তিনি লেখেন, ‘ক্ষুদে সোনা পাচারকারীর দল! প্রশ্ন হলো আইপিসির কোন ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা যায়?’

পুরনো ভিডিওটি নতুন করে ভাইরাল নেট দুনিয়ায়। দেখেছেন ১ লাখ ৪৩ হাজার মানুষ। টুইটারে একজন লেখেন, ‘একটু চিনি দিয়ে দিলেই হতো! সোনার চেইন ছেড়ে চিনি খেতে গেলেই হারটি উদ্ধার করা যেতো।’

অন্যজন বলেন, ‘এটা টিম স্পিরিট। রানীকে এটি উপহার দেবে বলে চুরি করছে ওরা!’

সূত্র: এনডিটিভি।