সাহেব নামে বেঙ্গালুরুতে আশ্রয় নেয় অনন্ত বিজয়ের খুনি

সিলেটের মুক্তমনা ব্লগার অনন্ত বিজয় দাসের খুনিকে ভারতের বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে কর্নাটক পুলিশের স্পেশ্যাল টাক্স ফোর্স। জাল নোটের কারবারের তদন্তে নেমে ফয়সাল আহমেদ নামে আনসার উল বাংলার ওই জঙ্গিকে গ্রেফতার করেন তদন্তকারীরা। বেঙ্গালুরুতে সাহেব মজুমদার নামে বসবাস করছিল সে। সেখানে কাজও জুটিয়ে নেয় এই বাংলাদেশি জঙ্গি।

কর্নাটক পুলিশ সূত্রে জানা গেছে, বেঙ্গালুরু শহরের বোম্মানাহাল্লি এলাকায় ভাড়াবাড়ি থেকে তাকে ১ জুলাই গ্রেফতার করা হয়েছে। গত বছর জুন মাস থেকে ওই ঠিকানায় থাকছিল সে। বাড়িভাড়া নেওয়ার জন্য আসামের কাছার জেলার বাসিন্দা বলে নথি দেখায় ফয়সাল। অন্য একটি রাজ্যের ভোটার কার্ডও দেখায় সে। বেঙ্গালুরুতে গিয়ে ড্রাইভিং লাইসেন্সও বানিয়ে ফেলেছিল ওই জঙ্গি। সেই নথি দেখিয়ে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ নেয়। এছাড়া রাতে ট্যাক্সি চালাতো ফয়সাল।

আরও পড়ুন: লেখক অনন্ত বিজয় হত্যায় দণ্ডপ্রাপ্ত জঙ্গি ভারতে গ্রেফতার

উল্লেখ্য, ২০১৫ সালের ১২ মে বাংলাদেশের সিলেট জেলায় খুন হন মুক্তমনা ব্লগান অনন্ত বিজয় দাস (৩২)। তৎকালীন ব্লগারদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। বাড়ি ফেরার পথে তার ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় ওঁৎ পেতে থাকা জঙ্গিরা। খুন হওয়ার সময় বাংলাদেশের বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন অনন্ত বিজয়। তদন্তে নেমে সেদেশের গোয়েন্দারা জানান, আল কায়দার ছায়া সংগঠন আনসার উল বাংলা এই হত্যাকাণ্ডে যুক্ত। ফয়জলকে জেরা করে ভারতে তার সঙ্গে আর কোন কোন জঙ্গির যোগ রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।