ইতিহাস রচনা করলো ভারত, দ্রৌপদীকে অভিনন্দন মোদির

‘ইতিহাস রচনা করলো ভারত’। রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন নির্বাচিত রাষ্ট্রপতির বাসভবনে গিয়ে তাকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদীর জয় নিশ্চিতের পর টুইট বার্তায় মোদি বলেন, ‘ইতিহাস রচনা করলো ভারত। দেশের ১৩০ ত্রিশ কোটি মানুষ যখন আজাদি কা অমৃত মহোৎসব পালন করছেন, তখন পূর্ব ভারতের প্রত্যন্ত এলাকায় আদিবাসী পরিবারের এক নারী আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। এই নজিরের জন্য দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন।’

বৃহস্পতিবার ক্ষমতাসীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। তিন দফা ভোট গণনা শেষে তিনি ৫০ শতাংশের বেশি ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রার্থী যশবন্ত সিনহা পরাজয় মেনে নিয়েছেন। তিন দফা গণনা শেষে দ্রৌপদী পেয়েছেন ৫৩.১৩ শতাংশ ভোট। ২৫ জুলাই দ্রৌপদী শপথ নেবেন।

মোদি বলেন, রাষ্ট্রপতি হিসেবেও দেশকে আশার আলো দেখাবেন দ্রৌপদী। তিনি দুর্দান্ত বিধায়ক ও মন্ত্রী ছিলেন। ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে দারুণ কাজ করেছেন। আমি নিশ্চিত যে তিনি রাষ্ট্রপতি হিসেবেও ভালোভাবে কাজ করবেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে ভারতের উন্নয়নের যাত্রাকে আরও শক্তিশালী করবেন।'

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস