পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোট বিজেপিকে!

তৃণমূল নয়, বিজেপির আশা সত্য হল। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ থেকে ৭১টি বিধায়কদের ভোট পেয়েছেন। কিন্তু হিসাব মতো তার পাওয়ার কথা ৬৯টি ভোট। কারন এই মূহূর্তে বিধানসভায় বিজেপির পক্ষে রয়েছেন ৬৯ জন বিধায়ক। ফলে অতিরিক্ত দুইটি ভোট দ্রৌপদীকে দিয়েছে তৃণমূল- এমন দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতি নির্বাচনের ফল বের হওয়ার পর শুভেন্দু টুইট করে এই দাবি করেছেন।

শুভেন্দু নিজের দাবির পক্ষে ভোটদানের ট্যাবুলেশন শিটের ছবি দিয়ে বলেছেন, ‘বলেছিলাম আমরা বিজেপির ৭০ জন বিধায়কের সর্মথন পাব। তাই হয়েছে। উল্টো তৃণমূলের তরফে ক্রসভোট হয়ে একটি অতিরিক্ত ভোট বেশি পেয়েছি। তৃণমূলের তরফে ৪টি ভোট নষ্ট হয়েছে’।

উল্লেখ্য, শুভেন্দু ৭০ জন বিধায়কের ভোট পাওয়ার দাবি করলেও আনুষ্ঠানিকভাবে বিজেপির পক্ষ থেকে ৬৯ বিধায়ক ভোট দেন।