মুম্বাইয়ে ১৪০০ কোটি রুপির নিষিদ্ধ ‘মিয়াউ মিয়াউ’ উদ্ধার

ভারতের মুম্বাই পুলিশ ১ হাজার ৪০০ কোটি রুপি মূল্যের ৭০০ কেজির বেশি মেফেড্রোন নামক মাদকদ্রব্য উদ্ধার করেছে। বৃহস্পতিবার কর্মকর্তারা জানান, পালগার জেলার নালাসোপাড়া এলাকায় একটি মাদক উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। এসময় পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন অর্গানিক রসায়নে স্নাতকোত্তর রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

ভারতে মেফেড্রোন ‘মিয়াউ মিয়াউ’ বা এমডি নামে পরিচিত। এটি সিন্থেটিক উদ্দীপক ও সাইকোট্রপিক পদার্থ। ভারতের নারকোটিক ড্রাগস অ্যান্ডস সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস আইনে এটি নিষিদ্ধ করা হয়েছে।  

মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দ্য অ্যান্টি-নারকোটিকস সেল (এএনসি) এই অভিযান পরিচালনা করেছে।

এনডিটিভিকে এক পুলিশ কর্মকর্তা জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো। এএনসি টিম কারখানাটিতে তল্লাশী চালায়। এখানে নিষিদ্ধ মাদকদ্রব্য মেফেড্রোন উৎপাদন করা হত। মুম্বাইয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে নালাসোপাড়া থেকে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, নালাসোপাড়া থেকে গ্রেফতার ব্যক্তি অর্গানিক রসায়নে একজন স্নাতকোত্তর। মাদক তৈরিতে তিনি দক্ষতা কাজে লাগাচ্ছিলেন।

ওই পুলিশ কর্মকর্তার মতে, সম্প্রতি মুম্বাই পুলিশের মাদকদ্রব্য উদ্ধারের মধ্যে এটি একটি বৃহত্তম ঘটনা।