ভারতে ই-বাইকের শোরুমে আগুন, মৃত ৮

ভারতের হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদে একটি ই-বাইকের শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে একই ভবনে থাকা একটি হোটেলেও আগুন ছড়িয়ে পড়ে। এতে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ১৩ জন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, সোমবার গভীর রাতে ই-বাইকের শোরুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

হায়দ্রাবাদের পুলিশ কমিশনার সি ভি আনন্দ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে শোরুমে আগুন লেগেছে। এর ফলে বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। ক্রমেই সেই আগুন ছড়িয়ে পড়ে হোটেলে। হোটেলের কর্মীরা দমকল বিভাগকে ফোন করে খবর দেন।

পুলিশ জানিয়েছে, ই-বাইকের শোরুমের ওপর অবস্থিত ওই হোটেলের নাম রুবি। সেখানে ২৫ জন লোক ছিলেন। শোরুম থেকে বের হওয়া ঘন ধোঁয়া হোটেলে প্রবেশের ফলে অনেকেই দম বন্ধ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। তাদের মধ্যে অন্তত পাঁচ জন অজ্ঞান অবস্থাতেই অগ্নিদ্বগ্ধ হন। প্রাণ বাঁচাতে কয়েকজন হোটেল থেকে নিচে ঝাঁপ দেন। আহতদের গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দুই জন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আরও চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। দমকল কর্মীরা হোটেল থেকে ১০ জনকে উদ্ধার করেন। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদব। তিনি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ তদারক করেন। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।